Privacy Policy

We are not currently accepting submissions. Please try again after the decision is revised. Thank you!  

 

 

Submission rules :

  1. The manga must be written in Bangla .

 

  1. The manga must be written in left to right so all kind of reader who may or may not read manga can enjoy ” Manga Stage’s ” works .

 

  1. The manga should be one shot ( better works will be given serialization later). It’s not mandatory to finish the whole story but finished story is appreciated .
  2. There is no page limit .

 

  1. The file size within 50 Mb in total is appreciated .

 

  1. File format must be jpeg / jpg / png /pdf .

 

  1. The manga can be in color or black & white . Digital and hand drawn both allowed . Do not use any existed images in the manga, only use your own artwork .

 

  1. One can submit as much work as the please and there is no time limit for the submission . However, good works will be given priority .

 

  1. No 18+ material is allowed . We won’t allow any work which promotes sexual violence, nudity, hentai , ecchi , porn , political issue or any topic which might hurt people’s feelings like jokes about any religion or any group . Romance and gore is okay , but have to be censored . Action , horror genre is always okay.

 

  1. We have the right to refuse any work which violate any rules . We also have the right to disqualify any work or send the work for further development . We will let you know about your work’s remark within 10 days through mail . If you don’t receive any mail in this time period , please contact us in the mail ( mangastage@gmail.com ) .

 

  1. Your work can be published any month but we will let you know when this will be published .

 

  1. When you submit the work in ” Manga Stage ” that work will be a property of Manga Stage and cannot be published anywhere else . However using that work to participate contests (national and international ) is allowed . We will give full credit to the artist but the copyright will be reserved by Manga Stage.

 

  1. Any private issue and claim against any single author without any definite proof will not be handled by Manga Stage. For team work, Manga Stage will not get involved in their personal problems and will not be responsible for any further crisis . ” Manga Stage ” will only contact the sender .
  • ***Please note that if any person or company steal , pirate or plagiarize any artwork from your manga which exist in Manga Stage , Manga Stage will always take any legal action necessary against that party so your work will be protected by Manga Stage’s copyright .

 

14. ” Manga Stage ” will have the right to use your work for promotion or other uses .

 

15. If any reader notify your work as a duplicate of any existing manga with proper evidence , your work will immediately be removed from the site and you will be notified with a warning .

 

16. If you agree to the terms , send your works to : mangastage@gmail.com

 

You must send the requirements along with the works :

a.jpeg files with proper serial number .*

 

b.Your name *

 

c.Pen name ( in case you do not want to show the real name )

 

d.Image or scanned of your NID / Birth certificate / or any ID card from a institute which carry your real identity for the case of verification . ( It is for the protection of your work and it will never be published ) *

 

e.Raw drawing of your work ( at least 3 pages ) *

 

f.If you work as a team , please submit the names of all members including their position also their verification information ( written in 16 / d )

 

We want to see lots of work so submit as much as you can . If you still have any query, please contact us . Even if your work get rejected , we will still give you suggestion to improve your work so don’t hesitate to submit !! Good luck to you Bangladeshi Mangaka !

জমা দেবার নিয়ম:

 

১. মাংগাটি অবশ্যই বাংলায় লিখতে হবে।

২. মাংগাটি অবশ্যই বাম থেকে ডানে লিখতে হবে যেন সব ধরণের পাঠক যারা মাংগা পড়েন কিংবা কখনও পড়েননি সবাই মাংগা স্টেজের কাজ পড়তে পারেন।

৩. মাংগাটি অবশ্যই একক  (ওয়ান শট) হতে হবে। (ভালো কাজ ধারাবাহিক আকারে ছাড়ার সুযোগ দেওয়া হবে। অসমাপ্ত গল্পও গ্রহণযোগ্য)।

৪.মাংগা লেখার ক্ষেত্রে কোনও পৃষ্ঠাসীমা নেই।

৫. প্রতিটি মাংগার জন্য ফাইল সাইজ সর্বোচ্চ ৫০ মেগাবাইট হলে ভালো হয়।

৬. ফাইল ফরমেট অবশ্যই JPEG/ JPG /PNG/ PDF হতে হবে।

৭. মাংগাটি রঙিন কিংবা সাদাকালো হতে পারে । হাতে আঁকা এবং ডিজিটাল উভয় মাধ্যমই গ্রহণযোগ্য। কোনো জায়গা হতে সংগৃহীত কোনো ছবি সরাসরি মাংগায় ব্যবহার করা যাবেনা। শুধু নিজের আঁকা ছবিই ব্যবহার করা যাবে।

৮. একজন একাধিক মাংগা জমা দিতে পারবেন এবং জমা দেবার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে ভালো কাজ অধিক প্রাধান্য পাবে।

৯. কোনো ১৮+ মাংগা গ্রহণযোগ্য নয়। কোনো যৌন হয়রানিমূলক, নগ্নতা, হেন্তাই, ইচি, পর্ন সংক্রান্ত মাংগা এই সাইটে নিষিদ্ধ। রাজনৈতিক দলীয় কিংবা এমন কোনো বিষয় যা কোনো ধর্ম বা গোষ্ঠীকে আঘাত করে এ ধরণের মাংগা প্রদানে বিরত থাকার অনুরোধ করা হলো। রোমান্টিক এবং গোর গল্প জমা দেওয়া যাবে তবে তা নির্দিষ্ট সীমার ভেতর থাকতে হবে। একশন্ এবং হরর গ্রহণযোগ্য।

১০. উপরোক্ত এক বা একাধিক নিয়ম ভঙ্গের জন্য আমরা যেকোনো কাজ বাতিল করতে পারি। তথাপি আমরা যেকোনো কাজকে সংশোধন এবং পুনঃমূল্যায়নের জন্য পাঠাতে পারি। আমরা কাজটির অগ্রগতি সম্পর্কে ১০ দিনের মধ্যে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেব। ১০ দিনের মধ্যে মেইল না পেলে যোগাযোগ করুন (mangastage@gmail.com) এ।

১১. আপনার মাংগাটি যেকোনো মাসে যেকোনো সময়ই ছাপা হতে পারে তবে অবশ্যই সে বিষয়ে আপনাকে জানানো হবে।

১২. মাংগা স্টেজে যে কাজটি ছাপা হবে, সেটি মাংগা স্টেজের সম্পত্তি এবং সে কাজটি অন্য কোথাও ছাপানো যাবে না। তবে উক্ত মাংগাটি প্রতিযোগীতায় (জাতীয় এবং আন্তর্জাতিক) অংশগ্রহণ করতে পারবে। আমরা আর্টিস্টকে সম্পূর্ন ক্রেডিট দিবো কিন্তু কপিরাইট মাংগা স্টেজ কর্তৃক সংরক্ষিত থাকবে।

১৩.  কোনো লেখকের প্রতি প্রমানবিহীন ব্যক্তিগত কোনো অভিযোগ কিংবা দলগত প্রোজেক্টে দলের ব্যক্তিগত সমস্যার দায়িত্ব মাংগা স্টেজ নেবে না। মাংগা স্টেজ কোনো অন্তর্কোন্দল মেটাবে না। মাংগা স্টেজ কেবলমাত্র প্রেরকের সাথেই যোগাযোগ করবে।

***লক্ষ্য রাখবেন মাংগা স্টেজে প্রকাশিত আপনার কাজটি যদি কোনো ব্যক্তি অথবা কোম্পানি কর্তৃক চুরি, নকল অথবা বিনা অনুমতিতে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে মাংগা স্টেজ সর্বদাই উক্ত পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং আপনার কাজটি মাংগা স্টেজ কপিরাইট দ্বারা সুরক্ষিত থাকবে।

১৪. মাংগা স্টেজ আপনার কাজটি প্রচারে ব্যবহার করতে পারবে।

১৫. কোনো পাঠক যদি আপনার কাজটি কোনো মাংগার নকল বলে উপর্যুক্ত প্রমানসহ নালিশ করেন, তবে আপনার কাজটি সরিয়ে ফেলা হবে এবং আপনাকে নোটিশ করা হবে।

১৬. যদি আপনি সকল নিয়মে সম্মত হন, তবে মাংগাটি পাঠিয়ে দিন mangastage@gmail.com এ।
যা যা পাঠাতে হবে:
ক. JPG ফাইল সঠিক সিরিয়াল নম্বর সহ *
খ. আপনার নাম *
গ. আপনার ছদ্মনাম (যদি আসল নাম প্রকাশে অনিচ্ছুক হন)
ঘ. আপনার জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন কিংবা এমন কোনো প্রাতিষ্ঠানিক আইডির ছবি বা স্ক্যান কপি যা দেখে আপনাকে শনাক্ত করা যাবে। ( এটি আপনার কাজের নিরাপত্তার জন্য এবং এটি কখনই প্রকাশিত হবে না) *
ঙ. আপনার কাজের নূন্যতম ৩ পৃষ্ঠা খসড়া *
চ. দলীয়ভাবে কাজ করলে যার যার পদসহ সকলের শনাক্তকারী তথ্য (১৬ / ঘ) অনুসারে প্রদান করতে হবে

আমরা অনেক বাংলাদেশি মাংগা পেতে চাই তাই মাংগা স্টেজে কাজ জমা দিন । যদি আরও কিছু জানার থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন । আপনার কাজ বাতিল হলেও কিভাবে এর উন্নতি করা যায় সে ব্যাপারে আমরা মতামত প্রদান করবো তাই কাজ পাঠাতে কোনো দ্বিধা করবেন না!! শুভকামনা রইলো বাংলাদেশি মাংগাকা !